নাদনঘাটে সারম্বরে সারা ভারত কবি সন্মেলন হলো
দীপঙ্কর চক্রবর্ত্তী,
শনিবার নাদনঘাট থানার নিমতলা নবোদয় ক্লাব প্রাঙ্গনে আয়োজিত হল সারা ভারত কবি সন্মেলন।একাঘ্নী ও সৃজনী পত্রিক নবোদয় ক্লাবের আয়োজনে এই দিনের কবি সন্মেলন চলে সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত।আসাম,ত্রিপুরা,শিলং,বাংলাদেশ সহ বাংলার প্রায় সব জেলা,ও বিভিন্ন রাজ্য থেকে ৯৫ জন পুরুষ মহিলা কবি এই দিন তাদের লেখা কবিতা পাঠ করেন।নিমাই দেবনাথ,আশুতোষ দেবনাথ বলেন এক দশক আগে থেকে আমরা এই কবি সবার আয়োজন করে আসছি।কিছুদিন আগে আমাদের কবি বাবলু হাজরার প্রয়ানে এখন আমরা তার স্মরণে এই সভা করছি।এই দিন রাজ্যের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ সৃজনী,একাঘ্নী,আভাষ সহ আরো কয়েকটি পত্রিকা ও বই প্রকাশ করে বলেন এত কবির মাঝে আমি আসতে পেরে খুশি হয়েছি।কবিদের সমাজের বর্তমান ঘটনা তাদের লেখায় তুলে ধরতে হবে।তিনিও চার লাইনের একটি কবিতা বলে শোনান।বেশ কয়েকজন কবি, লেখককে তাদের লেখার অবদানের জন্য সন্মানিত করা হয়।এই দিনের সভায় কবিতা পাঠ করেন পল্লব চট্টোপাধ্যায়,অশোক দত্ত,অলোক দত্ত,সুদীপ্ত পাল,রনজিৎ দাস,দীপঙ্কর চক্রবর্ত্তী,বিকাশ বসু,বাবলু সরকার,বিশ্বজিৎ চৌধুরী,তপন বৈরাগ্য,চন্দন বসাক সহ অনেকে।

Leave a Reply