খায়রুল আনাম,

গাড়িতে কালো কাঁচের আড়ালে রোদ চশমায় চোখ ঢেকে প্রচারে বেরিয়ে চরম বিড়ম্বনায় পরলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। নলহাটির গ্রামে তিনি প্রচারে গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। শতাব্দী রায়কে সেখানকার কাদা রাস্তায় তাকে হাঁটার দাবিও জানানো হয়। এলাকার মানুষের তীব্র ক্ষোভের মুখে পরে তিনি রাস্তা সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি রেহাই পান। কিন্তু একজন প্রার্থী এভাবে প্রতিশ্রুতি দিতে পারেন কী না, সে প্রশ্ন উঠেছে।

Leave a Reply