খায়রুল আনাম,
বীরভূম : লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো হীরেন মহলদার (৫৮) নামে এক মাছ বিক্রেতার। সকালেই দুর্ঘটনাটি ঘটেছে নলহাটিতে ১৪ নম্বর জাতীয় সড়কে সিএডিসি মোড়ে। ওই মাছ বিক্রেতার বাড়ি স্থানীয় জগধারী এলাকায়। তিনি পাইকারী বাজারে মাছ কিনে সাইকেলে ঘুরে এলাকায় বিক্রি করতেন। আড়তে মাছ কিনে সাইকেলে যাওয়ার সময় একটি লরি তাকে পিষে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট হাসপাতালের মর্গে নিয়ে যায়।