খায়রুল আনাম,
বীরভূম : বাড়ি থেকে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো শেখ টকি নামে এক ছাত্রের। নলহাটি বারা গ্রামের ওই ছাত্রটি এবার লোহাপুর এমআরএম হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিতো। বাড়ি থেকে বেরিয়ে সে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি তাকে পিষে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ওই ছাত্রটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।