খায়রুল আনাম,

বীরভূম : কাণ্ড দেখে তাজ্জব পুলিশ। নলহাটি থানার ইন্দ্রডাঙা গ্রামের সজল লেট তার বাড়িতে বসে বেআইনিভাবে মদের কারবার করছে বলে জানতে পেরে, সেখানে হানা দেয় নলহাটি থানার পুলিশ। বেশকিছু দেশি-বিদেশি মদের বোতল আটক করে পুলিশ গ্রেপ্তার করে সজল লেটকে। পুলিশ দেখে, শুধুমাত্র সেখান থেকে দেশি-বিদেশি মদ বিক্রিই নয়, সেখানে বসে মদ খাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল। যা সাধারণ বারের সাথে তুলনা করা যায়। গ্রামের যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের সেখানে বসে মদ্যপানের ব্যবস্থাই শুধু নয়, মাঝেমধ্যেই সেখানে মহিলারা এসেও মদ্যপায়ীদের গ্লাসে গ্লাসে মদ ঢেলে দিয়ে হাসি-ঠাট্টায় মদের আসরের মৌতাত বাড়িয়ে দিতো বলেও জানা গিয়েছে।

Leave a Reply