নর্থ হাওড়া কাপ 2023 শীর্ষক দুদিনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হাওড়া ঘাসবাগানে

রাজকুমার দাস

ক্রীড়া প্রেমীদের কাছে ক্রিকেটের আকর্ষণ বরাবরই এক নম্বর পছন্দের খেলা হিসাবে বিরাজিত হয়ে আসছে ভারতে।নতুন প্রজন্মের যুব সমাজের কাছে ক্রিকেটের জনপ্রিয়তাকে তুলে ধরতে হাওড়া র ঘাসবাগানে দুদিনের নক আউট নর্থ হাওড়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।১৮-,এবং ১৯মার্চ দুদিনের টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সমাজসেবী ললিত শর্মা।মূলত টিপু সুলতান গেম ফাউন্ডার সহ মাহফুজ গৌসি, সফিক খান,হামিদ আলী সিদ্দিকী, ও ইরফান খান পুরো টিম মিলে এই টুর্নামেন্টের আয়োজন করেন।প্রায় ৩২টি টিম এতে অংশগ্রহণ করছে।জয়ী দের চল্লিশ হাজার নগদ ও ট্রফি সহ রানার আপ দলকে ত্রিশ হাজার নগদ ও ট্রফি দেওয়া হবে।যা সত্যি এক নতুনদের খেলার প্রতি আরো ঝোঁক বাড়বে তা বলাই চলে।সামাজিক স্তরে এই ধরণের প্রচেষ্টা সত্যি অভিনন্দন যোগ্য।

Leave a Reply