নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত টেক্স-২০২৫ এ বীরভূম থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের অংশগ্রহণ

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং নয়াদিল্লির ভারত মণ্ডপে ভারত টেক্স ২০২৫ উদ্বোধন করেন গত ১৪ ই ফেব্রুয়ারী , যা বিশ্বের অন্যতম বৃহত্তম টেক্সটাইল এক্সপোর সূচনা হয়। জানা যায় যে,বস্ত্র মন্ত্রকের সহায়তায় ১২টি টেক্সটাইল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের একটি কনসোর্টিয়াম দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানটি ১৪-১৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
১৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে নতুন দিল্লির ভারত মণ্ডপে ভারত টেক্স ২০২৫ পরিদর্শনকালে প্রদীপ প্রজ্জ্বলন করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ ই ফেব্রুয়ারি দেশীয় ও আন্তর্জাতিক টেক্সটাইল শিল্পের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভাষণ দেন। এই অনুষ্ঠানে ৬,০০০ বিদেশী ক্রেতা অংশগ্রহণ করেছেন – যা গত বছরের অংশগ্রহণের চেয়ে দ্বিগুণ। যাহা বিশ্বের বৃহত্তম টেক্সটাইল মেলা হিসেবে এর মর্যাদাকে আরও শক্তিশালী করেছে। প্রায় ১২০ টি দেশের ৫,০০০ এরও বেশি প্রদর্শক এবং অংশগ্রহণকারীদের নিয়ে, ভারত টেক্স ২০২৫ বিশ্বব্যাপী বাণিজ্য, বিনিয়োগ আলোচনা এবং নীতি সংলাপের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
আধুনিক উদ্ভাবনের সাথে ভারতের সমৃদ্ধ টেক্সটাইল ঐতিহ্যের মিশ্রণও একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। যেখানে ফ্যাশন শো, ট্রেন্ড পূর্বাভাস এবং সাংস্কৃতিক পরিবেশনা দেশের কারুশিল্পকে উদযাপন করবে।
কাঞ্জিভরম বেনারসি কাঁথাস্টিচ ۔۔۔ যা বিশ্বের দরবারে সুপ্রসিদ্ধ্ সেইসব শিল্পীর কারুশিল্প এই প্রদর্শনীতে স্থান পেয়েছে । উল্লেখ্য বীরভূম থেকে এই প্রদর্শনীতে যোগ দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত তথা শিল্পগুরু সম্মানে ভূষিত শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃপ্তি দেবীর স্টলটিও পরিদর্শন করেন এবং শিল্পীর সাথে কথা বলেন। প্রধান মন্ত্রীর সাথে আলাপচারিতায় খুশি তৃপ্তিদেবী জানান ভারতের শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।

Leave a Reply