Spread the love

১০ই এপ্রিল এই শুভ সন্ধায় নজরুল তীর্থে অনুষ্ঠিত হয়ে গেল স্টাইল আইকন প্রযোজনায় নববর্ষ সম্মান ২০২২।

অনুষ্ঠানটি ছিল মূলত প্রাক বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে।
যেখানে কিছু বিশিষ্ট সম্মানীয় অতিথি উপস্থিত ছিলেন।
যেমন:
নবকুমার বেতাল মহাশয়
রাহুল মুখার্জি
অরিজিৎ দত্ত
মৌবানী সরকার
পারমিতা ব্যানার্জি
আকাশ বণিক
টেজাস গান্ধী
অরিজিৎ মাইতি
পন্ডিত মল্লার ঘোষ
প্রমুখ।

প্রত্যেক অতিথিদেরকে এখানে নববর্ষ সম্মান ২০২২ এর শিরোপা প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয়েছে। সঙ্গে ছিল কিছু বিশিষ্ট ব্র্যান্ডের সাথে ফ্যাশন শো, যেমন:
ডেলসি প্যারিস, আর্থন ক্রিয়েশন, ম্যাটার এস, আশি বুটিক, রাই কালেকসন, ড্রিম জোন প্রমুখ।

শো কোরিওগ্রাফার ছিলেন
সায়ন বোস এবং প্রত্যেকটি মডেলই নিজের তরফ থেকে খুব ভালোভাবে অনুষ্ঠান সফল করতে
সহযোগিতা করেছেন নিজেদের পোশাক আসাক এবং রাম্প ওয়াকের মাধ্যমে।

কলকাতা এখন প্রতীক্ষারত স্টাইল আইকনের এরকম ভবিষ্যত অনুষ্ঠানগুলির জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *