ধর্মাঙ্কুর মহাবিহারের প্রতিষ্ঠাতা, এপার বাংলায় বৌদ্ধ-ধর্ম শিক্ষা-সংস্কৃতির পুন:জাগরণের প্রতিকৃত
প্রাত:স্মরণীয় কর্মযোগী কৃপাশরণ মহাস্থবির মহোদয়ের ১৫৯ তম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদা ও শ্রদ্ধা সহকারে পালিত হল।


দুপুর ৩ টায় আচার্য হেমেন্দুবিকাশ চৌধুরী সম্পাদিত বুদ্ধ প্রণাম কাব্য সংকলন অবলম্বনে গীত ও কাব্য পরিবেশিত হয় সোমঋতা মল্লিক’র নির্দেশনায়।
কবিগুরু রচিত পূজারিণী কবিতা সমবেতভাবে পরিবেশিত হয় ড. দীপা দাসের নির্দেশনায়।
এই সাংস্কৃতিক অনুষ্ঠান দুটি উপস্থিত শ্রোতামন্ডলির ভূয়সী প্রশংসা লাভ করে।
মূল অনুষ্ঠানের সূচনা হয় ভিক্ষু বিশ্বজিৎ এর মঙ্গলাচরণের মাধ্যমে।
পূর্বনির্ধারিত ঘোষিত অনুসারে ত্রয়োদশ কৃপাশরণ স্মারক বক্তৃতা ২০২৪ বিষয়: “বাংলায় প্রচ্ছন্ন ধারার বৌদ্ধ” প্রদান করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক তথা সৌগত পত্রিকার সম্পাদক শ্রীমৎ ভিক্ষু সুনন্দপ্রিয়, যা আগামী প্রজন্মের এই বিষয়ে গবেষণা করার ক্ষেত্রে প্রভুত সহায়ক হবে নিসন্দেহে।
কৃপাশরণ স্মারক উপহার ২০২৪ প্রাপক বুদ্ধগয়া স্থিত আনন্দ মিত্র মেমোরিয়াল এন্ড কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি, আন্তর্জাতিক সাধনা কেন্দ্রের সম্মানিত সভাপতি ও ভারতীয় সঙ্ঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক
শ্রীমৎ আনন্দ ভিক্ষু।
যথাবিহিত সুন্দর বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথি, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক
ড. সুমনপাল ভিক্ষু এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক
ড. কল্যান চক্রবর্তী। প্রধান অতিথি ড. অচিন্ত্য বিশ্বাস মহাশয় অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি।
সভার সাধারণ সম্পাদক অমলেন্দু চৌধুরী কৃপাশরণ মহাস্থবিরের বিভিন্ন কর্মধার উল্লেখ করে বলেন এই প্রজন্মের কাছে আরো বেশী করে কর্মযোগীর প্রচার-প্রসারএ তাদের অত্যাধিক উৎসাহিত হতে হবে। তবেই সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘু বাঙ্গালি বৌদ্ধদের আরো বেশী সৎ-নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। এই ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে নিরক্ষর বা ভিক্ষার্থী নেই, নেই সেই অর্থে কোনো সমাজবিরোধী এটি অত্যাধিক গর্বের, আমাদের এই ক্ষুদ্র জনগোষ্ঠী ভারতের যেকোনো জনগোষ্ঠীর থেকে শিক্ষা ও চেতনায় অনেক বেশী এগিয়ে। আজকের অনুষ্ঠানে সভা কক্ষ পরিপূর্ণ উপস্থিতি তাকে অত্যাধিক অনুপ্রাণিত করেছে এই কথা গর্বের সঙ্গে উল্লেখ করেন।
সভাপতির আসন অলংকৃত করেন সভার সম্মানিত সভাপতি ভদন্ত ড. রতনশ্রী মহাথের।
ধন্যবাদ জ্ঞাপন করেন সভা কোষাধ্যক্ষ
শ্রীমতি বিপাশা দাশগুপ্ত
সমগ্র অনুষ্ঠানটি সুন্দর করে সঞ্চালিত করেন সভার সহসম্পাদক ড. সুমিত বড়ুয়া।

Leave a Reply