মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ( B Division ) চ্যাম্পিয়ন হলো পুলিশ এথলেটিকে ক্লাব , আজ শ্রী অরবিন্দ স্টেডিয়ামে মেদিনীপুর কলেজ ফুটবল একাডেমি কে ৫ – ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়, দ্বিতীয় বিভাগীয় ফুটবল লীগে অংশগ্রহণকারী ১৮ টি দলের মধ্যে দীর্ঘ একমাসের ওপর ধরে চলা লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা মহাশয় , পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সম্মানীয় নেপাল সিংহ মহাশয়, অ্যাডিশনাল এসপি আম্লান কুসুম ঘোষ মহাশয় , মহকুমার শাসক তথা মহাকুমা ক্রীড়া সংস্থার সভাপতি কৌশিক চট্টোপাধ্যায় মহাশয় , বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত দোলই মহাশয় সহ অন্যান্য অতিথি বৃন্দ
সম্পূর্ণ ফুটবল লিগ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য মহাকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যুগ্ম সম্পাদক – সঞ্জিত তোরই এবং সন্দীপ সিংহ সকলকে ধন্যবাদ জানান,

Leave a Reply