দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের সারাদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা দুর্গাপুরে ~
অন্তরা সিংহরায়
দুর্গাপুর সিটিসেন্টারের বিদ্যাসাগর বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সোনালি কাজী সম্পাদিত দোলন চাঁপা নজরুল ফাউন্ডেশন দুর্গাপুর শাখার সারাদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা । সংগীত শিল্পী সোনালি কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি ও নজরুল একাডেমির সাংস্কৃতিক সম্পাদিকা। আজ এই প্রতিযোগিতাতে প্রায় পাঁচশোর বেশী নজরুল প্রেমি মানুষ একত্রিত হয়েছিলেন । অঙ্কন , আবৃত্তি , গান ও নৃত্য বিষয়ে শিশুরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে । অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ্ কাজী নিজামুদ্দিন , কল্লোল কাজী ,সংগীত শিল্পী রুনা ভট্টাচার্য , কবি অন্তরা সিংহরায় ,শিল্পী সেলিম দু রানী বিশ্বাস, সুতপা রায়, মধুমিতা জমিদার,শুক্লা হালদার প্রমুখ ছাড়াও অনেকে ।
কলকাতা ,বর্ধমান , আসানসোল , চিওরঞ্জন ও বাংলার বহু স্হানের খ্যাতনামা শিল্পীরা প্রতিযোগিতায় বিচারকের আসন অলঙ্কৃত করেন ।সাম্যবাদী কবি নজরুলকে ঘিরে এ যেন এক বিরাট মিলন উৎসব ।
অনুষ্ঠানের শেষ পর্বে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের সম্পাদিকা সোনালি কাজী মহাশয়া প্রতিযোগিতায় স্হান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন দুর্গাপুর শাখার দায়িত্বে থাকা শিল্পী সুমন শেঠ ও সুমিতা মুখার্জ্জীকে । সকলকে আহ্বান করেন সুন্দর ও সুষ্ঠ নজরুল প্রেমি সমাজ গঠনে ।