দৈহিক প্রতিবন্ধকতা জীবনে বেড়ে উঠার জন্য কোন বাধা না- বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন অনুষ্ঠানে বলেন খয়রাসোল অবর বিদ্যালয় পরিদর্শক
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আজ ৩ রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস।সরকারি, বেসরকারি ভাবে দিনটির তাৎপর্য তুলে ধরে জেলার বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।অনুরূপ বীরভূম জেলা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে এবং খয়রাশোল দক্ষিন শিক্ষা চক্রের ব্যবস্থাপনায় হজরতপুর ২ নং প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিয়ে এক মনোজ্ঞ অনুষ্টানের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন খয়রাশোল দক্ষিন শিক্ষা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম,জেলা সেকেন্ডারী এ আই তুষারকান্তি দত্ত,জেলা প্রাথমিক এ আই সুর্যকান্ত সাহা,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন সাহা, খয়রাশোল ব্লকের স্পেশাল এডুকেটর(CWSN) গলেন রায় সহ খয়রাশোল দক্ষিন চক্রের অন্যান্য কর্মীগণ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।এদিন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া, যেমন খুশি সাজো সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এবং অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।সমগ্র অনুষ্টানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষাবন্ধু ইকবাল আলম।প্রতিবন্ধকতা জীবনের উন্নতির পথে বাধা হতে পারে না,প্রতিবন্ধকতা কে সরিয়ে জীবনের উন্নত শিখরে উঠা যায়। মনের জোর যদি থাকে এবং অভিভাবকদের চেষ্টার মনোভাব থাকে, তাহলে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরাও সমাজের একটা আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের সাথে অভিভাবকদের মধ্যে মূলত সাহষ,চলার পথের জন্য চেষ্টা,সর্বপরি মনোবলকে বাড়ানোর লক্ষ্যেই এই প্রচেষ্টা বলে জানা যায়।বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাতকারে বিস্তারিত পৃথক পৃথক ভাবে জানালেন বীরভূম জেলা সেকেন্ডারী এ আই তুষারকান্তি দত্ত এবং খয়রাশোল দক্ষিন চক্রের এস আই রবিউল ইসলাম।