দেশের সংবিধান রক্ষার শপথ নিয়ে উদযাপিত হলো 74 তম প্রজাতন্ত্র দিবস।।
উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর খোসদেলপুর হাই মাদ্রাসায় যথাযথ মর্যাদার সঙ্গে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জন করে। এদিনে সংবিধান রক্ষার শপথ নিয়েই দিনটি উদযাপিত হয়। উপস্থিত সহ-শিক্ষক ফারুক মল্লিক বলেন ডক্টর বি আর আম্বেদকর এর নেতৃত্বে ১৯৫০ সালে ২৬ শে জানুয়ারি দেশের সংবিধান কার্যকর হয়। সংবিধানে যে সমস্ত বিষয়গুলি আছে সংক্ষেপে সেগুলি তিনি আলোকপাত করেন। শিক্ষক ইদ্রিস আলী বলেন সংবিধানের বর্তমান সময়ে প্রয়োজনীয়তা। কোন অবস্থায় সংবিধান যাতে লঙ্ঘিত না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাই। পি ওয়াই এফ এর রাজ্য সভাপতি উক্ত মাদ্রাসার শিক্ষক সিয়ামত আলী বলেন নতুন করে আমাদের সবাইকে দেশের সংবিধান রক্ষার শপথ নিতে হবে। বহু লড়াই লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়। দেশের আইন তথা সংবিধান এর মৌলিক অধিকার গুলি যাতে লঙ্ঘিত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান। বর্তমান সময়ে দেখা যায় দেশের সংবিধানের বুড়ো আঙ্গুল দেখিয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে মানুষের প্রতি ভেদাভেদ ও তার সৃষ্টি করার মত অপকর্মে লিপ্ত থাকে। দেশের স্বার্থে মানুষের স্বার্থে সংবিধান রক্ষার স্বার্থে সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাহলেই এদেশের সংবিধান রক্ষা পাবে। এই দিনে উপস্থিত ছিলেন শিক্ষক ফিরোজ উদ্দিন, শামীম নামাজ, শাহানা সুলতানা, শবনম, দিলীপ, আব্দুর রউফ প্রমূখ।