“দেবতা”

গোপা ভট্টাচার্য্য

বনানীর আলো ছায়ায় রূপালী আবেগ মাখা ক্ষণ,
শালবনে বুঝি সেদিন নৈঃশব্দের মাদল বেজেছিল!
ঠোঁটে ছুঁয়ে থাকা শব্দরা উড়ে যেতে পারেনি , পিঞ্জরে বন্দী আজও ..
যে স্পর্শে মিশে ছিল জুই মালতীর সৌরভ.. এখনও সতেজ, অমলিন ..
তোমার চোখের কোণ ঘেঁষে ঝড়ে পড়া আবেগে পাথরের দেবতার অভিষেক হয়েছিল বিনা মন্ত্রে…
পোশাকি চেহারার অন্দরে লুকিয়ে ছিল যে রত্নগর্ভ .. বুঝিনি .. বুঝিনি আমি।
দেবতা তুমি দেখা দিলে, রুদ্ধ দুয়ার খুলে.. ভালোবাসার পবিত্র আলয়ে।।

Leave a Reply