দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ফুরফুরায় ‘ধর্মযুদ্ধ’, ৩০ মার্চ ২০২৫, রবিবার, রাত ১০ টায়

ভোটের মুখে ফের আলোচনায় ফুরফুরা। ১৭ মার্চ ২০২৫। ন’বছর পর ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম সরকারি ব্যবস্থাপনায় ইফতার। কিন্তু এই ফুরফুরা শরীফেই কি ভরকেন্দ্র বদলে গেল রাজনীতির? ফুরফুরা শরীফে সেদিনের এক ছবি কত কথা বলে গেল! পীরজাদা ত্বহা সিদ্দিকীর দাপট কি শেষ? একদা তৃণমূল-বিরোধী বলে পরিচিত কাশেম সিদ্দিকীই কি ফুরফুরায় তৃণমূলের নতুন তাস? মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফে যাওয়ার দিন থেকেই জল্পনার স্রোত। ১৮ মার্চ পার্ক সার্কাসের ইফতারেও মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন কাশেম সিদ্দিকী। সঙ্গে সঙ্গে জোর জল্পনা বঙ্গ রাজনীতির ময়দানে। বিতর্কিত ত্বহাকে কোণঠাসা করতে কাশেমকেই কি ঘুঁটি বানাল তৃণমূল? আর এই কাশেম ঘনিষ্ঠতার জন্যই কি নতুন করে টানাপড়েন শুরু হল পীরজাদাদের মধ্যে? গুরুত্ব কমছে ত্বহা সিদ্দিকীর? ব্যাকফুটে নওশাদ ও আইএসএফ? রাজ্যে মুসলমান ভোটে নয়া সমীকরণ? উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ফুরফুরায় ‘ধর্মযুদ্ধ’, ৩০ মার্চ ২০২৫, রবিবার, রাত ১০ টায়।

Leave a Reply