দূরে কোথাও পত্রিকাও পাবলিকেশনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান
ডিজিটাল ডেস্ক, কলকাতা :- বিগত বছরগুলির মত এবারও আগামী ৮ই ডিসেম্বর ২০২৪ রবিবার দূরে কোথাও পত্রিকা ও পাবলিকেশন পরিবারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হতে চলেছে। অনুষ্ঠানটি কলকাতার লেকটাউন, পি.ওয়াই.সি. ক্লাব, বি ব্লক, ৩ নং জলের ট্যাঙ্কের পার্কের পাশে অনুষ্ঠিত হবে।অনুষ্ঠান শুরু হবে সকাল ১১.৪৫ মিনিট থেকে এবং চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
অনুষ্ঠানে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন রবীন্দ্র সংগীত, আবৃত্তি,নাচ, শ্রুতি নাটক, এছাড়াও থাকছে পুজো পরিক্রমা প্রতিযোগিতা ২০২৪ তার সাথে প্রতিটি বিভাগের সেরাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত থাকছেন লেখক, লেখিকা, ফটোগ্রাফার ছাড়াও সম্মানীয় অতিথিরা।