দুয়ারে ওঝা,

সুজান মিঠি,

হ রে গণশা! শনলোম নাকি তু টেরেন লাইনে মাথা
দিতে গায়েছিলি?
টেরেন লাকি তুকে মাঝে রাখে হরেন মাইরতে মাইরতে
ছুইটে গেছে!
তুহর নাকি কিছুই হয় লাই?
ই সইত্য বটে?

হ হ জানি জানি
তুহার বাপের অসুখ, বুনের বিহা
তুর খাদানের কামও আর লাই
তা ব্যলে ইত সহজে হার মাইনবি তু?
বল ন গণশা! কী হৈয়েছে?

কী বৈইলছিস? তুহার লিখাপড়া?
ইটা আর কে ন জানে বুল?
ফটোক বালা আলো। মন্ত্রী আলো
বুলল, খাদানে কাম করতি করতি
ই ছেলে যখেন দশ টো হৈয়েছে বোর্ডের
পরীক্ষাটোতে
তখেন ইর সব লিখাপড়ার খরচ আমহাদের!
ই তো সবাই জানে। লতুন তো লয়।
ফটোক বালা দুয়ারে আসে তুকে মন্ত্রীর সঙ্গে
জড়ায়ে জাপটে ফটোক তুইললে।
তুকে জিগালো, বড় হইয়ে কী হইতে চাও গণশা?
তুর চুখে কি খুশি তখেন, বৈললি মাস্টর হব আমহি।
মাস্টর!

তু গড়গড়ায়ে পৈরলি
হরহরায়ে উইঠলি কেলাসে কেলাসে।
কিন্তুক টেরেনের লিচে কেনে গেইছিলি বল ন?

কান্দিস ন গণশা! বৈলতে হবেক না
বুঝে লিছি আমহি
ইত ভালো লেখাপড়া টো করেও তুর
মাস্টর হওয়া হল নি।
খাদানের কাম ও গেছে গা
বাপ ধুঁকছে
গণশা তোর বাপ লয় রে
ধুঁইকছে ই রাইজ্য, ই দ্যাস
বুক বাজায় বগল বাজায় লাইচ্যে
কটা মাত্তর ল্যতা মন্ত্রী সিপাই

আরে আরে গণশা! কী হল তুহার?
অমন করে পাগলপানা ছুইটতে লাগিলি কেনে রে?
কুথাকে যাবি গণশা?

গণশা থাম থাম দাঁড়া কেনে

গণশা তু পাগল হলি রে বাপ?
শহীদ মিনারের উপরে উইটলি হরহরায়ে
আরে লামে আয় বাপ ধন
লামে আয়!

ওরে ওরে কে কুথাকে আছস ছুইটে আয় রে
আমহাদের গণশা পাগল হইছে
শহীদ মিনার থাকে উর দাবি ছুইড়ছে রে
সুইন্যে যাহ
উ কি বৈলছে তুমরা সুইনতে পাইচ্ছ না?
উ বলছে দুয়ারে ওঝা দাও!
দুয়ারে ওঝা!
গণশা বুলছে, ঝেইট্যে বিদেয় করো ন
ই দুর্নীতি!
গণশা বলছে, দুয়ারে ওঝা লে আনো
নইলে আমহি লামব না!
ঝেইট্যে বিদেয় করো মন্ত্রীর লাতি, পুতি আর
বিনি পাসে মাস্টর

দুয়ারে ফটোকওয়ালা চাই নি আমহার
দুয়ারে ওঝা খুঁজে নে আনো।

গণশার খাদানের কাম টাও গেছে
উ অনেক বেশি লিখাপড়া করে করে পাগল
হয়ে গেছে …

ইমন পাগল কি বাবু লোকদের ছেলেপিলহার মাস্টর হইতে পারহে?

গণশা বাপ! তু ঝাঁপায়ে পড়।
টেরেন তুর দুঃখ বুঝে লাই
মাটি তো মা। ঠিকই বুইজবে।

এবার মরে ওঝা হইয়ে জন্ম লিস বাপ
ল্যতা মন্ত্রী ছেলে মেয়ে শালী শালা
বিনি পাসে মাস্টর…
ধরবি আর বিষ ঝাইরবি।
ধৈর্বি আর বিষ ঝাইরবি
গণশা! উ দেখ উরা এখনই পালাইচ্ছে।

তু তারহাতারি ঝাঁপায়ে পড়।
মর মর!
দুয়ারে ওঝা হইয়ে আয় গণশা
দুয়ারে ওঝা…
যাঃ!

Leave a Reply