সেখ সামসুদ্দিন, ২১ জানুয়ারিঃ মেমারির এক দুঃস্থ মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালো মেমারি-১ ব্লক স্টাফ রিক্রিয়েশন ক্লাব। সাঁচরা হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী মোহনপুর গ্রামের সুহানা সুলতানার হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। পুস্তক তুলে দেন ব্লক রিক্রিয়েশন ক্লাবের সভাপতি তথা সমষ্টি উন্নয়ন আধিকারিক ডা. আলি মহঃ ওয়ালি উল্লাহ, মেমারি-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, কৃষি আধিকারিক দেবশ্রী দত্ত মুদি, বি এল ডি ও বরুণকান্তি হালদার।
উপস্থিত ছিলেন রিক্রেয়শন ক্লাবের সম্পাদক শুভেন্দু সাঁই, বি আই ও আসিফ ইকবাল, বড়বাবু বিকাশ চন্দ্র ঘোষ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply