Spread the love

দুর্গোৎসব উপলক্ষে চিত্রকর্মশালার আয়োজন সোদপুর বিজয়পুরে


দীপঙ্কর সমাদ্দার:
সোদপুরে বিজয়পুর সার্বজনীন ৭৫ তম দুর্গোৎসব ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । ২৮ শে জুলাই রবিবার সকাল ১০ টা থেকে ৪০০ জন প্রতিযোগীদের নিয়ে এক বিরাট অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শুধু সোদপুর নয় বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গোপাল চন্দ্র নস্কর ও কুন্তল গুপ্ত। বিচারকেরা জানালেন তাদের রীতিমত চিন্তায় পড়তে হয়েছিল বিচার করার ক্ষেত্রে, প্রত্যেকটা ছবি অসাধারণ। দুপুর ১২ টা থেকে বিকাল চারটে পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের নিয়ে এক চিত্র কর্মশালার আয়োজন করেছিল বিজয়পুর টাউন ক্লাব এর পরিচালনায় বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি।। উপস্থিত ছিলেন , গোপাল চন্দ্র নস্কর ,সুদীপ্ত ভট্টাচার্য, কুন্তল গুপ্ত ,রাজু দাস ,পূর্ণেন্দু বিকাশ মণ্ডল ,জেমস স্টিফেন রাও , নীলৎপল শীল , বিমল সানি , গোবিন্দ দে , তুহিন রক্ষিত , মৃত্যুঞ্জয় , কুন্তল গুপ্ত, রাজু রায়, সুমন চক্রবর্তী প্রমূখ। বিজয়পুর টাউন ক্লাব এর পক্ষে কৌশিক সেনগুপ্ত জানালেন এবারের তাদের ৭৫ বছরের দুর্গোৎসব ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক ক্রিয়াকর্ম থেকে শুরু করে আরো অনেক কিছু অপেক্ষা করছে এলাকাবাসীদের জন্য ।এবারের পূজোর থিম অন্যান্য বারের থেকেও মানুষকে অনেক বেশি আনন্দ দেবে। এই চিত্র কর্মশালায় প্রত্যেকটি চিত্রশিল্পী অসাধারণ চিত্রকর্ম তাদের ক্যানভাস রাঙিয়ে তুলেছে।। বেশিরভাগ শিল্পীরাই মা দুর্গার বিভিন্ন রূপ তাদের রং তুলিতে ফুটিয়ে তুলেছে। চিত্র কর্মশালা ও অংকন প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন সোদপুরের খ্যাতনামা চিত্রশিল্পী ঋষিকেশ রায়। ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক শিল্পীদের সম্মানিত করেন ক্লাবের দায়িত্বে থাকা সদস্যরা। শিল্পীরা জানালেন তারা অনেক জায়গাতেই চিত্র কর্মশালা অংশগ্রহণ করেন, তবে এখানে একটু অন্যরকম ভালোলাগা ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *