দুর্গাপূজা উপলক্ষে সমন্বয় সভা ও চেক বিতরণ

পূর্ব বর্ধমান
আউশগ্রাম:-

বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভার দুর্গাপূজা কমিটিগুলিকে আর্থিক সহায়তার আনুষ্ঠানিক বিতরণ অনুষ্ঠান ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয় আউশগ্রাম-১ বি.ডি.ও অফিসের সংহতি মঞ্চে।

এই অনুষ্ঠানে মোট ১২৩টি পূজা কমিটিকে আনুষ্ঠানিকভাবে ডিমান্ড ড্রাফ্ট প্রদান করা হয়। উল্লেখযোগ্যভাবে, আউশগ্রাম-১, আউশগ্রাম-২ এবং গুসকরা পৌরসভা সহ মোট ১৩৭টি পূজা কমিটি কমিটি মুখ্যমন্ত্রীর ঘোষণামত এক লক্ষ দশ হাজার টাকার আর্থিক সহায়তা পাবে।

এদিন চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্ডার, আউশগ্রাম-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক কামরুল ইসলাম, পুলিশ আধিকারিক বরুন ঘোষ, পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডি এস পি (ডিএনটি) সুব্রত মণ্ডল, আইসি আউশগ্রাম শান্তুনু অধিকারী, ওসি গুসকরা বিশ্বনাথ দাস, ওসি ছোড়া রাহুল দাস, গুসকরা ট্রাফিক ওসি আশীষ কুমার লায়েক, আউশগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চ্যাটার্জি, গুসকরা পৌরসভার পৌর প্রধান কুশল মুখার্জি সহ অন্যান্য আধিকারিকরা।

বিধায়ক অভেদানন্দ থান্ডার কমিটিগুলিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করার আহ্বান জানান, নিরাপত্তা ও সম্প্রীতির গুরুত্বের উপর জোর দেন। তিনি পূজার মরশুমে স্বাস্থ্যবিধি বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

বরুণ ঘোষ বলেন ‘উৎসবের সময় শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন এবং সরকারের সড়ক নিরাপত্তা উদ্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সুযোগ গ্রহণ করেন।

Leave a Reply