দুর্গাপূজার সময় মূর্তি ভাঙচুর ঘটনায় পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে দুর্গাপুজো চলাকালীন রাজ্যজুড়ে একাধিক পুজো মণ্ডপে দুষ্কৃতী হামলার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি চলে কলকাতার গার্ডেনরিচেও একটি পুজো মণ্ডপে ঢুকে দুষ্কৃতীরা চড়াও হয় বলে ভিডিয়ো ছড়িয়ে পড়ে। রাজ্যজুড়ে বিভিন্ন দুর্গামণ্ডপে হামলার অভিযোগের ঘটনায় এবার ডিজির রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। গত ১১ অক্টোবর গার্ডেনরিচের ঘটনার তদন্তভার এনআইএ-কে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিশ্ব হিন্দু পরিষদের এক সদস্য। কলকাতা ছাড়াও কোচবিহার, হাওড়া ও নদিয়াতেও একই ঘটনা ঘটেছে বলে দাবি করেন মামলাকারী । মঙ্গলবার মামলা ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।এদিন ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, -‘ রাজ্যের বিভিন্ন জেলায় পুজোর সময় যে অশান্তি হয়েছে, তার অভিযোগ দায়ের হয়েছে কিনা?হলে কতগুলি হয়েছে? এবং পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? সেই রিপোর্ট দিতে হবে ডিজি কিংবা এডিজি পদমর্যাদা পূর্ন অফিসার কে। জেলার পুলিশ সুপার বা সংশ্লিষ্ট পুলিশ কমিশনাররা ডিজিকে রিপোর্ট দেবেন। ডিজি সেই রিপোর্ট খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টে জমা দেবেন। আগামী ১৪ নভেম্বর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।রাজ্যের বিভিন্ন জেলা থেকে একের পর এক মূর্তি ভাঙার অভিযোগ এসেছে। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে । সেই মামলায় রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । যে যে জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে সে জায়গায় পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের থেকে ঘটনার বিবরণ জানতে চায় কলকাতা হাইকোর্ট।আগামী ১৪ নভেম্বর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।