Spread the love

দুর্গাপুরে ‘ সুর ও সপ্তক ’ আয়োজিত শাস্ত্রীয় সংগীতের উৎসব ~


অন্তরা সিংহরায়,

দুর্গাপুরের সিটিসেন্টারের সৃজনী হলে ‘ সুর ও সপ্তক ‘ সংস্হা আয়োজন করলো শাস্ত্রীয় সংগীতের উৎসব ।মঞ্চ থেকে অনুষ্ঠান পরিবেশন করেন দিল্লী থেকে আগত আন্তর্জাতিক তবলা বাদক পারভেজ হোসেন , গজল শিল্পী পুনম চৌহান , অমিতেষ বিশ্বাস , ভাস্কর মুখার্জ্জী , সৌমিত্রজিৎ চ্যাটার্জ্জী , সৌগত দাস , সুব্রত ভট্টাচার্য , বিশায়ণ রায় , জয়াব্রতী রায় , জয়ন্ত চৌধুরী প্রমুখ আন্তর্জাতিক স্তরের শিল্পীরা । প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী অনুষ্ঠানে জমজমাট ছিল সভাগৃহ। অনুষ্ঠান মঞ্চ থেকে দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখার্জ্জী দুর্গাপুরের মাটিতে শিল্পীদের স্বাগত জানান ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। দুর্গাপুরের মানুষের শাস্ত্রীয় সংগীতের প্রতি প্রবল উৎসাহ দেখা গেলো ঐ দিন । সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী অন্তরা সিংহরায় ও রঞ্জিত কুমার।সুর ও সপ্তকের কর্ণধার জয়ন্ত চৌধুরী এবং কমিটির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় শাস্ত্রীয় সঙ্গীতের এই উৎসব আবারও মানুষের মনে ভারতের ঐতিহ্য শাস্ত্রীয় সংগীতের প্রতি আকর্ষণ সৃষ্টি করতে পেরেছে তা মনে করছেন বিশিষ্ট মহল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *