দুর্গাপুরে পথ চলাা শুরু করলো ‘ শতদল ’ সাহিত্য পত্রিকা,
অন্তরা সিংহরায়
কবি সাহিত্যিক শিল্পীদের উপস্থিতিতে দুর্গাপুরের ১৮ রুম হোস্টেলে ‘ শতদল ’ পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ হলো। সমাজের বিভিন্ন স্তরের গুণীজন ছিলেন অনুষ্ঠানটিতে ,যা এক আলাদা মাত্রা এনে দেয়। সভাপতির পদ অলংকৃত করেন সাহিত্যিক কালীপ্রসাদ দও। এছাড়াও উজ্জ্বল উপস্হিতিতে ছিলেন ডঃ বাসুদেব হাজরা, ডঃ সন্তোষ বিশ্বাস ,মোহিত গাঙ্গুলী,শ্যামসুন্দর গোস্বামী ,ডাক্তার নির্মলেন্দু দে,ইন্দ্রনাথ মুখার্জি ,অন্তরা সিংহরায় , কার্তিক কালিন্দী ,তরুণ সাহা ,শিবদাস রুদ্র,শিশু শিল্পী প্রাঞ্জল গোস্বামী সহ প্রায় ষাট জন।
শিল্পী চন্দ্রা পাঁজার সুন্দর পরিচালনায় নিপুণতা লক্ষণীয় ছিলো অনুষ্ঠানটিতে। ডঃ বাসুদেব হাজরা মহাশয় সাহিত্য, শিক্ষা, এবং সমাজের নানান দিককে তুলে ধরেন। মাননীয় ডক্টর সন্তোষ বিশ্বাস মহাশয় তার বক্তব্যের মধ্যে দিয়ে সাহিত্যের খুঁটিনাটি দিকগুলি আলোকপাত করেন। সম্মানীয় মোহিত গাঙ্গুলী মহাশয় দুর্গাপুরের এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছোট্ট বক্তব্যের মধ্য দিয়ে মূল্যবান কিছু দিক তুলে ধরেন, মাননীয় শ্যামসুন্দর গোস্বামী মহাশয় কবিতা পাঠ, সংস্কৃত শ্লোকের মধ্যে সাহিত্যের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন। সব থেকে অতিথিবৃন্দের মধ্যে শ্রোতা ও শিল্পীদের মন জয় করেন ডক্টর নির্মলেন্দু দে মহাশয়। চিকিৎসাবিদ্যা বিজ্ঞান বক্তব্য , তবলা বাজানো,গান এবং বেদের স্তোত্রকে নিপুণতার সঙ্গে পরিবেশন করেন ও শরীরকে ভালো রাখার কিছু নিয়ম দর্শকমন্ডলীকে শেখাতে চেষ্টা করেন। সম্মানীয় ইন্দ্রনাথ মুখার্জি মহাশয় আরাধনার কালচারাল কমিটির সম্পাদক তার উপস্থিতি অনুষ্ঠানটিকে সফলতা দান করে। কার্তিক কালিন্দী সমাজের বিভিন্ন দিকে মানুষের স্বাস্থ্য সচেতনতা সবুজায়নের বিশেষ দিকগুলিকে তুলে ধরেন।
কবি অন্তরা সিংহরায়ের গানে -কবিতা - কথনে পারদর্শিতা যথেষ্ট লক্ষণীয় ও চমকপ্রদ ছিলো। "আন্তরিক সাহিত্য পত্রিকা"র পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় শতদল পত্রিকার সম্পাদিকা শিপ্রা ব্যানার্জ্জীকে। সম্পাদিকা শিপ্রা ব্যানার্জ্জী বলেন , “ ত্রৈমাসিক পত্রিকা শতদলের প্রথম সংখ্যা প্রকাশিত করলাম ।আশা করি আমরা বহু কবি ও সাহিত্যিকদের সুযোগ দিতে পারবো ও সবাইকে নিয়ে সাহিত্য চর্চার পথে এগিয়ে যাবো। ” বিভিন্ন শিল্পীদের গান -কবিতা- কথা -বক্তব্য অনুষ্ঠানটিকে মৌলিকতা দান করে। জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।