দুর্গাপুরে নিউ আর্ট সোসাইটির বাৎসরিক অনুষ্ঠান ~
অন্তরা সিংহরায়
দুর্গাপুরের আড়রা মোড়ে ১৩ ই ফেব্রুয়ারি নিউ আর্ট সোসাইটি নামক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেলো । সেই উপলক্ষে শিশুদের অঙ্কন প্রতিযোগিতা ও সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো । অঙ্কন শিল্পী বাবু মল্লিকের তত্বাবধানে নিউ আর্ট সোসাইটিতে অঙ্কন ,নাচ ও গানের প্রশিক্ষণ দেওয়া হয় । প্রায় শতাধিক শিশুরা এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করে । এ যেন এক শিশু মেলা । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় , সাহিত্যিক কালীপ্রসাদ দও , সংগীত শিল্পী পঙ্কজ সিবাসতব, তরুণ সাহা , গৌতম দাস ,সুমন শেঠ ,সুমিতা মুখোপাধ্যায় সহ দুর্গাপুরের সংস্কৃতি ও সাহিত্য জগতের অনেকেই । অনুষ্ঠানটি সম্পূর্ণ সঞ্চালনা করেন আন্তরিক পত্রিকার সম্পাদিকা বাচিক শিল্পী অন্তরা সিংহরায় ।