দুর্গত মানুষদের পাশে রাইপুর ব্লক প্রশাসন।


শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া।
বৃহস্পতিবার আনুমানিক রাত্রি আড়াইটে নাগাদ কংসাবতী সেচ খালের পাড় ভেঙ্গে জল ঢুকে পড়ে শ্যামসুন্দরপুর কালাসোল গ্রামের নিচু এলাকার বাড়িগুলোতে। কয়েকশো হেক্টর জমির ধান চলে যায় জলের তলায়। রাতের বেলায় হঠাৎ ঘরে জল ঢুকে যাওয়ায় তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে আসেন দুর্গত গ্রস্ত মানুষগুলো সকালেই খবর দেওয়া হয় রাজনৈতিক নেতৃত্ব সহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে ।খবর পেয়েই রাইপুর ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন ও পঞ্চায়েতের কর্মী সদস্য সকলেই ঘটনাস্থলে হাজির হন দুর্গত মানুষদের অসহায়তার কথা ভেবে রাইপুর পঞ্চায়েত সমিতির ও ব্লক প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং তাদের রান্না করা খাবারের ব্যবস্থা করেন। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শ্যামসুন্দরপুর এলাকার মানুষজন।

Leave a Reply