দুবরাজপুর গ্রাম্য ষোলআনার উদ্যোগেনাম সংকীর্তন ও নরনারায়ণ সেবা।

দুবরাজপুর গ্রাম্য ষোলআনার উদ্যোগেনাম সংকীর্তন ও নরনারায়ণ সেবা।


সাধন মন্ডল বাঁকুড়া:–দুবরাজপুর গ্রাম্যষোল আনার পরিচালনায় রাধা দামোদর মন্দিরে সারাদিনব্যাপী নাম সংকীর্তন ও নরনারায়ণ সেবা। দুবরাজপুর কেলেপাড়া, আনারা,, কামারডিহা, যশ পাড়া, পাঁরকুরা, করগলি সহ ১০-১২টি গ্রামের মানুষজন আজ এই নরনারায়ণ সেবায়অংশগ্রহণ করেন। গ্রামবাসী শক্তিপদ দুলে নিতাই দাস শ্যামচাঁদ দুলে ,সুভাষ দাস, জিতেন দুলে, ক্ষুদিরাম দুলে, স্বদেশ দুলেরা জানান আমরা আমাদের নাম সংকীর্তন এর দল নিয়ে পুরো কার্তিক মাস দুবরাজপুর সহ পাশাপাশি গ্রামগুলিতে নাম বিলি করি। তারপর গ্রামগুলি থেকে চাল পয়সা সংগ্রহ করা হয় সেই সংগৃহীত চাল ডাল পয়সা সহ আরো কিছু মানুষের সাহায্য নিয়ে প্রতিবছর মাঘ মাসের ৬ তারিখে রাধা দামোদর জিউ এর মন্দিরে পুজো ও আটচালায় নাম সংকীর্তনের মধ্যে দিয়ে নারায়ণের সেবার আয়োজন করা হয় আজকের এই নরনারায়ন সেবায় ছয় হাজারেরও বেশিমানুষ প্রসাদ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *