খায়রুল আনাম,
বীরভূম : সেচ ক্যানেল দেখভালের দায়িত্বে থাকা ফাগু মাড্ডি (৫১) নামে এক সেচ কর্মীর মৃত্যু হলো ক্যানেলের জলে ডুবে। তার বাড়ি দুবরাজপুরের ঘোঘা গ্রামে। তিনি স্থানীয় ক্যানেল দেখভালের কাজ সেরে ক্যানেলের জলে স্নান করতে নেমে তলিয়ে যান। তার ছেলে সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ মাড্ডি ও অন্যান্যরা ক্যানেলের জলে জাল ফেলে সন্ধান চালালেও তার কোনও হদিশ মেলেনি। পরে ক্যানেলের নীচের অংশে কুলতোড়ের কাছে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।