মৃত্যুঞ্জয় রায়,

কোলকাতা (২৭ জুলাই ‘২৪):- পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ও টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী দেবশ্রী রায়-এর উপস্থিতিতে শনিবার কোলকাতায় প্রকাশিত হল কুশল চ্যাটার্জি গীত ও নির্মিত দুটো মিউজিক ভিডিও অ্যালবাম ‘গুরু প্রণাম’ ও ‘প্রজেক্ট লকডাউন’।

ফকির লালন শাহের জন্মের ২৫০ বছরকে স্মরণে রেখে ‘গুরু প্রণাম’ নামাঙ্কিত মিউজিক ভিডিও অ্যালবাম-এর সাথে কোভিড অতিমারী ও লকডাউনের স্মৃতিকে পাথেয় করে নির্মিত হয়েছে আর এক মিউজিক ভিডিও অ্যালবাম ‘প্রজেক্ট লকডাউন’ মিলিয়ে মুক্তি পেল ১০ টা গান।

Leave a Reply