দুই মিলিয়ন ভিউস পেরিয়ে জনপ্রিয়তার শিখরে বাঙালি অভিনেত্রী পৃথার উড়িয়া প্রজেক্ট।
বাঙালি অভিনেত্রী পৃথা দাস এর উড়িয়া প্রজেক্টে প্রথম চমক। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে অভিনেত্রী পৃথা দাস এর উড়িয়া মিউজিক ভিডিও “জমুনা জিবাকু মতে হইচি মানা”। মুক্তির পর থেকে ইউটিউবে ট্রেন্ডিং থেকেছে গানটা। কয়েকদিনের মধ্যে জনপ্রিয়তা পায় গানটা। দুই মিলিয়ন এর গন্ডি পেরিয়ে বর্তমানে আরো জনপ্রিয়তার শিখরে এই গান।
বলাইবাহুল্য বাঙালি অভিনেত্রী পৃথা দাসের প্রথম উড়িয়া প্রজেক্ট হিট লিস্টের ঘরে বর্তমানে। মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে উড়িয়া ইন্ডাস্ট্রির এক নামজাদা প্রোডাকশন হাউস থেকে। গানের শুরুতে অভিনেত্রী পৃথা দাসকে নীল রঙের গ্রাউনে দেখা যায় অপরুপ লুকে। দর্শকদের মন কেড়েছে এই গান ও অভিনেত্রী পৃথা দাস।
পৃথা দাস জানান “উড়িয়া ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম কাজ। প্রথম কাজে এতটা সাফল্য যে কোনো অভিনেত্রীর কাছে পরম পাওনা। দারুন ভালো উড়িয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা। আরো কিছু নতুন কাজের কথা ফাইনাল হয়েছে। খুব তাড়াতাড়ি সেগুলো ঘোষনা করবো”।