Spread the love

দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান, সদাইপুর থানার উদ্যোগে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম: বীরভূম জেলা পুলিশের বেশ কিছু মানবিক কর্মসূচি উদ্যোগ গ্রহণের চিত্র জনসমক্ষে ফুটে ওঠে।পুলিশের সাথে মানুষের সম্পর্ক যে নিবিড় হয়েছে তা তাদের কর্মসূচির মাধ্যমে ধরা পড়ে। বিভিন্ন সময় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জেলা পুলিশ। বিশেষ করে করোনা আবহে অসহায় গরিব ও দুঃস্থ মানুষদের ত্রাণ থেকে শুরু করে নতুন বস্ত্র, শীতবস্ত্র, রোগীদের স্বাস্থ্য কেন্দ্রে পৌছানো ইত্যাদি পুলিশের ভূমিকা আজও স্মরণীয় এবং বহমান বীরভূম জেলা পুলিশের সেই উদ্যোগ। তাছাড়া জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দূরীকরণে রুটিন মাফিক থানায় থানায় রক্তদান শিবির,বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদান অব্যাহত। থানায় কালীপুজো উপলক্ষে বুধবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা এলাকার দুইশতাধিক গরিব ও দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র প্রদান করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। সাথে সাথে শীতবস্ত্র প্রাপকদের থানা প্রাঙ্গণে মধ্যাহ্নভোজন খাওয়ানো হয়। সদাইপুর থানার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। উপরি উক্ত কর্মসূচির পাশাপাশি এদিন সাইকেল মোটরসাইকেল আরোহীদের সুবিধার্থে সদাইপুর থানার গেটের সামনে একটি সাইকেল স্ট্যাণ্ডের ও উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অভিষেক রায়। তাছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি ডিএণ্ডটি অয়ন সাধু, সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরি, ট্রাফিক ইন্সপেক্টর প্রদীপ কুমার মণ্ডল, সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়া, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র, রত্নাকর মন্ডল, মৌলানা আনিসুর রহমান সহ বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *