কবিরুল ইসলাম,

ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন এর পরিচালনায় “অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ”  গত ৩রা ও ৪ঠা ডিসেম্বর, ২০২২ তারিখে নিউ দিল্লীর তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। প্রতিটি রাজ্যের প্রতিটি গ্রুপের স্বর্ণপদক বিজয়ীরা এই ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছিল।
এই প্রতিযোগীতায়  পশ্চিমবঙ্গের রাজ্য ক্যারাটে সংস্থা ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর হয়ে পূর্ব বর্ধমান জেলা থেকে দুজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। ঈশানি গুপ্তা ১২ বছরের -৪০ কেজি কুমিতে বিভাগে রৌপো পদক জয়লাভ করে। ধ্রুবজিত দত্ত ৯ বছরের +৩৫ কেজি কুমিতে বিভাগের দ্বিতীয় রাউন্ডে হেরে যায়।
এই খবর জনিয়েছেন বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল। জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় ঈশানির এই সাফল্যে সকলে খুব গর্বিত ও আনন্দিত।

Leave a Reply