দিল্লিতে অপহরণ ও ধর্ষণ কান্ডের প্রতিবাদে ধিক্কার সভা, মুরারই এলাকায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দিল্লির গাজিয়াবাদে এক নার্সকে অপহরণ করে দুদিন ধরে গণধর্ষণ করে তার যৌনাঙ্গে রড ঢুকিয়ে হত্যার চেষ্টায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারী নির্যাতন বন্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার দাবিতে বৃহস্পতিবার বীরভূম জেলার মুরারই বাজারে এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির যুব সংগঠন AIDYO র পক্ষ থেকে মিছিল ও ধিক্কার সভা অনুষ্ঠিত হয়। এদিনের ধিক্কার সভায় AIDYO র রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জি বলেন দিল্লির এই নারকীয় ঘটনা অত্যন্ত নিন্দনীয় যা অতীতের নির্ভয়া কান্ডের কথাই মনে করিয়ে দেয় । আজ রাজ্যের সর্বত্র অপরাধীদের কঠোরতম শাস্তি ও নারী নির্যাতন বন্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবিতে মিছিল ও ধিক্কার সভা অনুষ্ঠিত হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। এদিনের ধিক্কার সভায় যুব সংগঠনের রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন AIDYO র মুরারই লোকাল কমিটির সম্পাদক হেমন্ত রবিদাস, জেলা কমিটির সদস্য সেমিম সেখ প্রমুখ।

Leave a Reply