দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা বাঁকুড়ায়।


সাধন মন্ডল বাঁকুড়া:-বাঁকুড়ার বিকনা গ্রাম পঞ্চায়েতের সাপাগাড়া ইয়ং স্পোর্টিং ক্লাবের পরিচালনায় দুই দিনের ১৬ দলীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়ে গেল বুধবার স্থানীয় ফুটবল মাঠে। এদিনের ফাইনাল খেলাতে মাঠে নামে মিলন নাইন স্টার বিকনা ও কাশীনাথ তরুণ সংঘ। খেলার প্রথমার্ধে মিলন নাইন স্টার দলের হয়ে প্রথম গোলটি করে রাহুল সিং। পরবর্তী সময়ে কাশীনাথ তরুণ সংঘ দলের হয়ে গোল করে দলকে সমতায় ফেরায় দেব বাউরী। নির্ধারিত সময়ে খেলা এক এক অবস্থা শেষ হয়। টাইবেকারে ৫~৪ গোলে জয়লাভ করে মিলন নাইন স্টার বিকনা। আয়োজক ক্লাবের তরফে সম্পাদ ক শাহাবুদ্দিন খান জানান ফাইনাল খেলাতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় কাশীনাথ তরুণ সংঘ দলের দেব বাউরী। ম্যান অব দ্যা সিরিজ নির্বাসিত হন মিলন নাইন স্টার দলের রাহুল সিং। ফাইনালে উইনার ও রানার্স দলকে আর্থিক পুরস্কার ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। সেমিফাইনালে দুটো পরাজিত দলকে আর্থিক পুরস্কার ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। এই দুই দিনের খেলা গুলি পরিচালনা করেন অভিজিৎ ঘটক বুদ্ধদেব কিস্কু ও অভিজিৎ কুম্ভকার

Leave a Reply