Spread the love

দিদির সুরক্ষা কবজ কর্মসূচি অনুষ্ঠিত হলো।

সেখ সামসুদ্দিন, ২২ জানুয়ারিঃ মেমারি ২ ব্লকের সাতগেছিয়া ২ গ্রাম পঞ্চায়েতের বড়োঙা গ্রামে বহু প্রাচীন ধর্মরাজ মন্দিরে পুজো দিয়ে দিদির দূত কর্মসূচি শুরু করা হয়। মেমারির ২ ব্লকের অন্তর্গত বড়োঙা গ্রামে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের কাছে কাছে এলাকার মানুষরা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। মূলত বড়োঙা স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসক যাতে আসেন এবং বাউন্ডারি দেয়ার জন্য অনুরোধ রাখেন। পাশাপাশি পানীয় জল, রাস্তা এবং আবাস যোজনা, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেন দিদির দূত কর্মসূচিতে আসা প্রতিনিধিদের কাছে। এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন এবং বলেন আপনাদের কথা উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে আশ্বস্ত করেন। বড়োঙা গ্রামের কৃষ্ণ ভট্টাচার্য‍্যর বাড়িতে সকলে দুপুরের আহার করেন।
এরপর বৈকালে শেনপুর বাজার সংলগ্ন এলাকায় একটি পথসভা করা হয়। দিদির দূত হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, মেমারি ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, পূর্ব বর্ধমান জেলার পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল, মেমারি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু, সহ-সভাপতি অমর সাহা, ব্লক যুব তৃণমূলের সভাপতি হিমাদ্রি মন্ডল, ব্লক মহিলা নেত্রী রাজলক্ষ্মী হাটি, পঞ্চায়েত প্রধান শুকল মনি টুডু সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *