Spread the love

দালাল চক্র বন্ধ সহ বিভিন্ন ইস্যুতে রামপুরহাট মেডিকেল কলেজ সুপারের সাথে সাক্ষাৎ ও হাসপাতাল পরিদর্শন স্থানীয় পৌর পিতার

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- মানুষকে উন্নত স্বাস্থ্য পরিসেবা দেওয়ার লক্ষ্যে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের প্রতি গুরুত্ব আরোপ করতে বিভিন্ন ধরনের ছোটো খাটো ত্রুটি বিচ্যুতি পর্যন্ত সমাধানের লক্ষ্যে অবিচল। সম্প্রতি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে দালাল চক্র সহ বেশ কিছু অভিযোগের গুঞ্জন শোনা যাচ্ছিল এলাকায়।সেই প্রেক্ষিতে আজ বুধবার রামপুরহাট পৌরসভার পৌর পতি সৌমেন ভকত নিজে সরজমিনে গিয়ে হাসপাতাল পরিদর্শন করেন। পাশাপাশি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ডাঃ পলাশ দাস এর সাথে উপরিউক্ত বিষয়ে আলোচনায় বসেন। সেখানে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য আলোচনা হয়। এছাড়াও হাসপাতাল এলাকায় দালাল চক্র বন্ধের ব্যাপার এবং রক্ত আন্দোলনের কর্মীদের প্রতি হাসপাতাল থেকে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ছিল, সে বিষয়েও আলোচনা সভায় উপস্থাপন করেন বলে এক সাক্ষাৎকারে জানান রামপুরহাট পৌরসভার পৌর পতি সৌমেন ভকত। তিনি আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়েছেন সেগুলো আমাদেরও দেখা কর্তব্য। মানুষজন ঠিকঠাক স্বাস্থ্য পরিসেবা যেন পান মূলত সেই সমস্ত বিষয়গুলি নিয়েই আজকে আলোচনা করা হয়েছে। এদিকে রামপুরহাট মেডিকেল কলেজের এমএসভিপি ডাঃ পলাশ দাস জানান যে, স্থানীয় পৌর পতি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং আমার সাথে বসে কিছু আলাপ-আলোচনা করেন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের বিষয়ে। দালাল চক্র এখানে সরাসরি কিছু নেই, তবে তা বোঝা গেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং মানুষের পাশে থাকার জন্যই তো আমরা আছি। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমারও দ্বিধা রয়েছে, এটার প্রতি আমাদের আরো যত্নবান হতে হবে বলে, মত ব্যক্ত করলেন এক সাক্ষাৎকারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *