মৃত্যুঞ্জয় রায়,

কলকাতা (৪ জানুয়ারী ‘২৫):- পশ্চিমবঙ্গের শিশু ও কিশোর-কিশোরীদের দাবা খেলায় আরো উৎসাহিত করার লক্ষ্যে গত বছর রাজ্য জাতীয় পর্যায়ের বিভিন্ন দাবা প্রতিযোগিতায় বিজয়ী ও বিজয়িনীদের সম্মানে ভূষিত করল ‘ধানুকা ধুনসেরী দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমী’।
পুরস্কার প্রাপক প্রাপিকাদের মধ্যে রয়েছে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও।
আজ অপরাহ্নে দিব্যেন্দু বড়ুয়া এবং সি কে ধানুকা মোট ৭ জন দাবাড়ুকে পুরস্কৃত করেন।

Leave a Reply