বরানগর ন-পাড়া দাদাভাই সংঘের শুভ খুটি পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায়, বরানগর এর বিধায়ক শ্রীমতি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মুখ্য সংগঠক ও পৌর পারিষদ সদস্য শ্রী অঞ্জন পাল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ |এই পুজো বরানগর তথা কলকাতা অঞ্চলে একটি বিশেষ নামে পরিচিত আগামী দিনও চমকপ্রদ থিমের আয়োজন থাকছে বলে জানালেন মুখ্য সংগঠক শ্রী অঞ্জন পাল। ছবি সুবল সাহা