রাহুল রায়,

পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল দাঁইহাট হাইস্কুলের মাঠে রবিবার। প্রদীপ জ্বালিয়ে খেলার উদ্বোধন করলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত। তুহিন সামন্ত,সুমিত চ্যাটার্জী,মাধব চন্দ্র সাহা ও মনোজিৎময় দেয়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সকল অতিথিরা। তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন দঁইহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাধানাথ ভট্টাচার্য্য। তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন দাঁইহাট শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি মিঠুন মন্ডল। উপস্থিত ছিলেন দাঁইহাট পৌরসভার পৌর প্রশাসক শিশির কুমার মন্ডল,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার,কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল,জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,পৌর প্রশাসকমণ্ডলের সদস্য সন্তোষ দাস,দাঁইহাট শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ মদোক,জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক প্রতাপ মন্ডল সহ অন্যান্যরা। ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছে দাঁইহাট পৌরসভার ৪নং ওয়ার্ড ও ১৪নং ওয়ার্ড। আজকে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী,জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি মহম্মদ সাদ্দাম হোসেন,দাঁইহাট পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ পঙ্কজ নস্কর। এই খেলা দেখতে এলাকার মানুষেরা হাজির হয়েছিল।

Leave a Reply