গতকাল দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারেঙ্গা ব্লকের বিক্রমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসনা মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করা হয় ।তৃণমূলের সেই দলীয় পতাকা আজ সকালে তৃণমূল কর্মীরা দেখে যে দলীয় পতাকা ও পতাকার ডান্ডা কে বা কারা সেখান থেকে তুলে ফেলে দিয়েছে এই কারণে দলীয় কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন এবং আসনা চৌরাস্তা মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ কর্মী বৃন্দ । ঘটনাস্থলে পৌঁছায় সারেঙ্গা থানার পুলিশ। সারেঙ্গা ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি অভিজিৎ বিশ্বাস এই ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগ তুলেছে । অভিজিৎ বাবুর কথায় যে বিজেপির কিছু দুস্কৃতকারিএই দলীয় পতাকা টা তুলেনিয়ে গিয়ে কোথও ফেলে দিয়েছে এই ঘটনা নতুন নয় পূর্বেও এই ঘটনা ঘটেছে এখানে বারবার অশান্ত করার চেষ্টা করছে বিজেপির গুন্ডারা। তৃণমূল কংগ্রেস হিংসায় বিশ্বাস করেনা,হিংসার রাজনীতি করেনা তাই আমারা এই পথ অবরোধ করছি এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং দোষীরা যাতে গ্রেপ্তার হয় । অভিজিৎ বাবু এও বলেন যে দোষীরা যদি গ্রেপ্তার না হয় তা হলে আমরা বৃহত্তর আন্দোলোন করবো । এই পথ অবরোধ চলে সকাল আটটা থেকে । প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ধরে চলে পথ অবরোধ । সারেঙ্গা থানার পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলেনেয় অবরোধ কারীরা । অন্যদিকে বিজেপির সারেঙ্গা মন্ডল ২ এর সম্পাদক বিভাস মন্ডল বলেন যে গত কালকের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির সারেঙ্গা মন্ডল ২ ভারতীয় জনতা পাটি তার তীব্র নিন্দা করছে এই ধরনের ঘটনা কোনো রাজনৈতিক দলের পক্ষে কাম্য নয় । বিজেপির কোনো কার্যকর্তা ও কর্মী এই বিষয়ে যুক্ত নয় । যারাই এই বিষয়ে যুক্ত প্রশাসনের পক্ষ থেকে তাদের খুঁজে বার করে কঠোর শাস্তি দিক এটা আমরাও সমর্থন করি। প্রকৃত দোষীদের শাস্তি পাক।বিভাস বাবুর কথায় ভারতীয় জনতা পাটি অপ সংস্কৃতি সমর্থন করেনা আর কোন দলের দলীয় পতাকা কে রাতের অন্ধকারে তুলে ফেলে দেওয়া কে সমর্থন করে না।

Leave a Reply