দলীয় কর্মীদের সিআইডি ভেরিফিকেশন চাইছে কাশ্মীর বিজেপি
মোল্লা জসিমউদ্দিন,
সাম্প্রতিক সময়কালে কাশ্মীরে হানাহানি বেড়েছে। জঙ্গি হামলায় মারা গেছেন বিজেপির নেতা কর্মীরাও।তবে বিজেপির এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সশস্ত্র ভাবে গ্রেপ্তার হওয়ায় উদ্বেগ বেড়েছে কাশ্মীর বিজেপির মধ্যে।তাই রাজ্যের বিজেপি সহ সভাপতি সোফি ইউসুফ পুলিশের ডিজির কাছে দলীয় কর্মীদের সিআইডি ভেরিফিকেশন চেয়ে চিঠি পাঠিয়েছেন। রাজ্যের ১০ জেলায় এই গোয়েন্দা সনাক্তকরণ চাইছে বিজেপি। যা দেশের মধ্যে সর্বপ্রথম এহেন রাজনৈতিক পদক্ষেপ।কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত দলীয় কর্মীদের গোয়েন্দা রিপোর্ট চাইনি।তবে কাশ্মীরে উগ্রপন্থা বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ বলে জানা গেছে।