সাধন মন্ডল,

দক্ষিণ বঙ্গ ব্রাহ্মণ কল্যাণ সমিতির রায়পুর ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ রবিবার সবুজ সংঘ কাঙ্গনে বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষজন হাজির হয়েছিলেন এতিমের এই সম্মেলনে। সম্মেলনে জোরালো দাবি তোলা হয় বিভিন্ন সম্প্রদায়ের যেমন সংগঠন রয়েছে আমাদেরও তেমনি সংগঠিত হতে হবে এবং সরকারের কাছে বিভিন্ন দাবি আদায়ে সচেষ্ট হতে হবে। এদিনের এই সম্মেলনে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার অরুণ ভট্টাচার্য ডাক্তার আর পি পাত্র বলিষ্ঠ নাগরিক নলীনাক্ষ মহাপাত্র ,অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাকর পাত্র, জেলা সভাপতি রাজিব সিংহ মহাপাত্র, জেলা সম্পাদক স্বদেশ পাত্র, বিশিষ্ট সমাজসেবী তারাপদ মহাপাত্র, রাইপুর ব্লক সভাপতি মলয় দাস চক্রবর্তী সম্পাদক বুদ্ধদেব মিশ্র সহ বিশিষ্ট মানুষজন। উৎকল ব্রাহ্মণরা যে এই এলাকার আদি বাসিন্দা সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে দাবি করে পুরানো ইতিহাসের কথা তুলে ধরেন বিশিষ্ট শিক্ষক তাপস মহান্তি তিনি আরো বলেন সিমলাপালের রাজা দক্ষিণ বাঁকুড়ার প্রথম রাজা ছিলেন।এটি রাইপুর ব্লকের প্রথম সম্মেলন বলে মঞ্চ পরিচালক বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত মহাপাত্র জানালেন।

Leave a Reply