ত্রিধারা কান্ডে ৯ জন প্রতিবাদীর জামিন সুনিশ্চিত করলো হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন ,
বুধবার কলকাতা হাইকোর্টে আরজিকর কান্ডে অভিযুক্ত প্রতিবাদীদের জামিন বিষয়ক মামলার শুনানি চলে। পুজো মণ্ডপে আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ করে গ্রেফতার হয়েছিলেন ৯ জন। সেই ৯ জনেরই জামিন সুনিশ্চিত করল কলকাতা হাইকোর্ট। আরজি কর ঘটনার প্রতিবাদে কলকাতার ত্রিধারা সম্মিলনীর সামনে ‘We want Justice’ বলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছিল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। গ্রেফতার করার পরবর্তীতে কেস চালু হয়।দুর্গাপুজোর অষ্টমীর দিন আদালতের কাছে জামিনের আবেদন করে অভিযুক্তরা। নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে তাদেরকে অন্তবর্তী জামিনে মুক্ত করে কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন বেঞ্চ। সেই জামিন বুধবার সুনিশ্চিত করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ৬ সপ্তাহে মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছেন বিচারপতি। ১০ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির দিন।প্রসঙ্গত, গত ৯ অক্টোবর কলকাতার ত্রিধারা সম্মিলনীতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলার কারণে রবীন্দ্র সরোবর থানা সেখান থেকেই গ্রেফতার করে ৯ জনকে। এরপর অভিযোগ তাদের গ্রেফতারের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পরে কেস চালু করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।পরের দিন তাদের নিম্ন আদালতে তোলা হলে নিম্ন আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে দেয়। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চে আবেদন করেন আবেদনকারীরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার তাদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। সেই অন্তর্বর্তী জামিন বুধবার রেগুলার বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুনিশ্চিত করলেন।৯ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা পূজা মণ্ডপের বাইরে শুধু উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেছিলেন। তার জন্য পুজোর মধ্যে রবীন্দ্র সরোবর থানার পুলিস তাদের গ্রেফতার করে। নিম্ন আদালত নাকোচ করে তাঁদের জামিনের আবেদন। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ধৃতদের পরিবারের সদস্যরা। সেই মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয় কলকাতা হাইকোর্টের তরফে। মামলার শুনানি হয়েছিল বিচারপতি শম্পা সরকারের এজলাসে।মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২০২৫ সালের জানুয়ারি মাসে।