তৃনমূল মহিলা কংগ্রেসের চলো গ্রামে যাই কর্মসূচি, খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আসন্ন পঞ্চায়েত ভোট দোরগোড়ায় কড়া নাড়ছে।যার পরিপ্রেক্ষিতে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে ভোটার তথা জনগনকে নিজেদের দলে টেনে ভোট ব্যাঙ্ক শক্তিশালী করার পর্ব।সেই হিসেবে তৃনমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে “চলো গ্রামে যাই” নামক কর্মসূচি।রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূম জেলায় এবং অন্যান্য ব্লকের ন্যায় খয়রাসোল ব্লক এলাকায় ও শুরু হয়েছে উক্ত কর্মসূচি। গত ১ লা নভেম্বর ২০২২ থেকে শুরু হয়েছে চলবে ১২ ই জানুয়ারি ২০২৩ পর্যন্ত। এই কর্মসূচির মাধ্যমে দলীয় মহিলারা বাংলার প্রতিটি গ্রামের প্রতিটি প্রতিটি বুথের প্রতি বাড়িতে পৌঁছে যাবে এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরে প্রচার করবেন বলে দলীয় সূত্রে জানা যায়। রবিবার খয়রাসোল ব্লক মহিলা তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে লোকপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বুধপুর, হরিপুর, আলিয়ট, আমলাকুড়ি, বামুনিবহাল সহ বিভিন্ন গ্রামে গ্রামে মহিলা প্রতিনিধি দলটি ঘুরে । মহিলাদের সাথে সংযোগ স্থাপন করেন ও প্রকল্পের কথাগুলি জনসমক্ষে তুলে ধরেন। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদিকা তথা খয়রাসোল পঞ্চায়েত সমিতির সহসভাপতি অসীমা ধীবর,খয়রাসোল ব্লক মহিলা তৃনমূল নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী, কেনিজ রাসেদ সহ স্থানীয় অঞ্চল ও বুথ স্তরের মহিলা তৃনমূল নেত্রীগন। প্রতিনিধি দলটির সাথে সহযোগিতায় ছিলেন লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেস নেতৃত্ব পিয়ার মোল্লা, দীপক শীল, যুব নেতৃত্ব সেখ নুসরত প্রমুখ।

Leave a Reply