Spread the love

তৃনমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ, খয়রাসোলে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজের গেটের সামনে অবস্থান প্রদর্শন পালন করা হয়।আর জি করের তরুণী চিকিৎসককে নৃশংস ভাবে খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও ন্যয় বিচারের দাবিতে আন্দোলনে উত্তপ্ত ।মিছিল,মিটিং,পথসভা,অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে রাত দখল ইত্যাদি কর্মসূচির মাধ্যমে প্রতিবাদে সোচ্চার বিভিন্ন রাজনৈতিক সহ অন্যান্য সংগঠনগুলো।অনুরূপ উক্ত ঘটনার দ্রুত বিচার,সর্বোচ্চ শাস্তি,ধর্ষন ও খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তন এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্তের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে শুক্রবার ৩০শে আগষ্ট খয়রাশোল ব্লক তৃনমূল ছাত্র পরিষদ ইউনিটের তরফে লোকপুর থানার খয়রাশোল শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের কলেজ গেটে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে। বিরোধী দলগুলি যেভাবে ঘোলা জলে মাছ ধরতে মিছিল থেকে শুরু করে কর্মনাশা বাংলা বন্ধ ডেকে রাজ্যকে অশান্ত করতে চাইছে বলে তীব্র প্রতিবাদ করেন স্লোগানের মাধ্যমে। অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন খয়রাশোল ব্লক ছাত্র নেতা সেখ জন সহ মহাবিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা।অবস্থান বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাড়ান স্থানীয় মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাগন। অনুরূপ জেলার সিউড়ি বিদ্যাসাগর কলেজ সহ অন্যান্য কলেজেও কর্মসূচি পালনের খবর পাওয়া যায়। উল্লেখ্য আগামীকাল শনিবার রয়েছে ব্লকের সামনে অবস্থান কর্মসূচি বলে দলীয় সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *