তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ ও পথ অবরোধ জাতীয় কংগ্রেসের, সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- গত ৮ ই জুন রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। যাহা আগামী ৮ ই জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই পরিপ্রেক্ষিতে মনোনয়ন পত্র দাখিল ও প্রত্যাহার পর্ব ঘিরে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। সেই হিসেবে বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সিউড়ি বাসস্ট্যান্ডের রাস্তার উপর বিক্ষোভ প্রদর্শন এবং পথ অবরোধ করা হয়। দলের পক্ষে অভিযোগ আনা হয় যে, তৃনমূল কংগ্রেস মনোনয়ন পত্র দাখিল করার দিন থেকে এখন পর্যন্ত লাগামহীন সন্ত্রাস চালিয়ে যাচ্ছে কংগ্রেস কর্মীদের উপর। বিশেষ করে সিউড়ি-১ নম্বর,সিউড়ি-২ নম্বর ব্লক,দুবরাজপুর,সাঁইথিয়া ব্লকের কয়েকটি অঞ্চলে সন্ত্রাসের কবলে পড়ে দলীয় কর্মীরা।মনোনয়ন প্রত্যাহার পর্ব পর্যন্ত একটি দিক ছিল।কিন্তু এখন পর্যন্ত দলীয় প্রার্থীদের তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমকি এবং শাসানি দিচ্ছে।সেই সাথে পুলিশ ও তাদের মদত জুগিয়ে যাচ্ছে।এবিষয়ে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে জানানো হয়।সেক্ষেত্রে প্রশাসনিক ভূমিকা একেবারে নিষ্ক্রিয়, কোন পদক্ষেপ গ্রহণ করেননি। যার প্রেক্ষিতে আজকের এই প্রতিকী পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি। প্রশাসন কোনো ভূমিকা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে বলে এক সাক্ষাৎকারে বলেন জাতীয় কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি চঞ্চল চ্যাটার্জী।

Leave a Reply