তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির

তৃণমূল কংগ্রেসের ২৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরীর উদ্যোগে এবং মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকেশব ভট্টাচার্যের নেতৃত্বে মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় মঙ্গলকোট হাই মাদ্রাসা প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । 1লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলকোটের বিভিন্ন অঞ্চলে মহাসমারোহে দিনটি পালন করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা । রক্তদান জীবন দান, বাঁচতে পারে একটি প্রাণ । এই ভাবার্থকে সামনে রেখেই ইংরেজি নববর্ষের প্রথম দিন ও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রায় ১২০ জন রক্তদাতার রক্তদানের লক্ষ্যমাত্রা নিয়ে রক্তদান শিবিরের আয়োজন । উল্লেখযোগ্যভাবে শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় ।
মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকেশব ভট্টাচার্য, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি, শান্তনা গোস্বামী, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সৈয়দ নুরুল ইসলাম, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও অগণিত রক্তদাতা ।

Leave a Reply