তুলি কলমের আকাশ পত্রিকা সম্মানিত হলো সাহিত্য অনুষ্ঠানে
সংবাদদাতাঃ সোনারপুর এ ঘাসিয়াড়া বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল রেশম ঝাঁপি পত্রিকা ও ব্লুমস প্রকাশনী আয়োজিত এক ঝাঁক নবীন ও প্রবীণ কবি সাহিত্যিক ও পত্রিকার সম্পাদকদের নিয়ে এক বিশাল পঞ্চম বার্ষিকী সাহিত্য অনুষ্ঠান।। অনুষ্ঠানের শুরুতে রৌপ্য স্মারক সম্মানে সম্মানিত হলেন তপন বন্দ্যোপাধ্যায় ।এছাড়াও সম্মানিত হলেন নমিতা চৌধুরী, শ্যামল জানা, অধীর কৃষ্ণ মন্ডল, সহ আরো অনেকে ।।শঙ্খ ঘোষ স্মৃতি স্মারক এর সম্মানিত হলেন অজিতেশ নাগ ও মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় ।। রেশম ঝাঁপি পত্রিকার সম্পাদক কুমারেশ সরদার ও ব্লুমস প্রকাশনীর কর্ণধার লেসিকা পাল সরদার জানালেন তাদের এই অনুষ্ঠানে একশোরও বেশি কবি ও সাহিত্যিকরা অংশগ্রহণ করেছেন। শঙ্খ ঘোষ স্মৃতি স্মারক, বুদ্ধদেব গুহ স্মৃতির স্মারক, হেমন্ত মুখোপাধ্যায় স্মৃতি স্মারক, পবিত্র মুখোপাধ্যায় স্মৃতি স্মারক গ্রহণ করলেন এক ঝাঁক কবি-সাহিত্যিকরা।। এবছরের অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত হলো তুলি কলমের আকাশ পত্রিকা ।। সাহিত্যজগতে একেবারে অন্য ধরনের জনপ্রিয়তা লাভ ও এক ঝাঁক নবীন লেখক লেখিকাদের অনুপ্রাণিত ও লেখকদের “শব্দের জাদুকর” সম্মানে সম্মানিত করার জন্য।। কুমারেশ সরদার উত্তরীয় ও ব্যাজ পরিয়ে সম্পাদক দীপঙ্কর সমাদ্দার কে বরণ করে নেন তারপর সাহিত্যিক পবিত্র মুখোপাধ্যায় স্মৃতি স্মারক সম্মান সম্পাদকের হাতে তুলে দেন মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়।। সম্পাদক এই সম্মান উৎসর্গ করলেন যে সমস্ত লেখক-লেখিকা , চিত্রশিল্পী, চিত্র গ্রাহকরা পত্রিকাকে সমৃদ্ধ করেছেন তাদের উদ্দেশ্যে।। অনুষ্ঠানে কবি রা প্রত্যেকে তাদের স্বরচিত কবিতা পাঠ করলেন ।এদিনের অনুষ্ঠানে এক ঝাঁক লেখকের বই প্রকাশিত হয় ব্লুমস প্রকাশনী থেকে ।। এই ধরনের অনুষ্ঠান সাহিত্যজগতে অনেকটাই সমৃদ্ধ করল ,এককথায় সমগ্র অনুষ্ঠান চমকপ্রদ।।