তিয়াসা মুভিজ এর উদ্যোগে হয়ে গেল দুদিনের সপ্তম দূর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রাজকুমার দাস,
বর্তমানে শর্ট ফিল্মের দেখার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই।। পরিচালক প্রযোজক ও কলাকুশলী দের উৎসাহিত করতে বিশ্বের বিভিন্ন স্থানে নিয়মিত হচ্ছে নানান ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল।তেমনি এক আন্তর্জাতিক মানের ফিল্ম ফেস্টিভ্যাল সপ্তম দূর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২হয়ে গেল কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডঃ ত্রিগুনা সেন অডিটোরিয়ামে ২০ও২১শে সেপ্টেম্বর,আয়োজনে তিয়াসা মুভিজ।
দুদিনের উৎসবে বিশ্বের প্রতিটি স্থান থেকে প্রায় ১৫৩টি ছবি জমা পড়ে ফিচার,শর্ট,ডকুমেন্টারি, মিউজিক ভিডিও, বিভাগে।সেখান থেকে ৪০টি ছবি মনোনীত হয়ে উক্ত উৎসবে প্রদর্শিত হয়।
ফেস্টিভ্যালের ডিরেক্টর দেবলীনা মোদক সাধু জানান ২০১৬সালে দূর্গাপুরে এই উৎসব শুরু হলেও এই প্রথম কলকাতার মঞ্চে আয়োজন করা হলো সকলের সুবিধার্থে।
তিয়াসা মুভিজের তরফে কাজরী মোদক বলেন ফিল্ম ফেস্টিভ্যাল এর মাধ্যমে মানুষের সাথে এক নতুন বন্ধনে সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে ওঠে তাই এই প্রয়াস।
শেষদিন বিজেতাদের হাতে স্মারক মানপত্র পুরস্কার তুলে দেওয়া হয়।লাইফ টাইম আচিভমেন্ট পুরষ্কার তুলে দেওয়া হয় বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা র হাতে।এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক অশোক বিশ্বনাথন, শীলা দত্ত র মতন প্রমুখরা।
এই উৎসব সুচারু ভাবে আরও সুদূর প্রসারী ভাবে এগিয়ে চলুক শুভেচ্ছা রইলো।