সুভাষ মজুমদার,

তারকেশ্বরে আইমাপাহাড়পুরে 300 জন দুস্থ মানুষকে শীতের কম্বল তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান । এ দিন তারকেশ্বরে পিয়াসারায় আয়মাপাহাড়পুর এলাকার সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটি তত্ত্বাবধানে সোসাইটির কার্যালয় থেকে এলাকার 300 মানুষকে তুলে দেওয়া হয় শীতের কম্বল, জিয়াজুর রহমান নিজে উপস্থিত থেকে দুস্থ গরিব মানুষ গুলির হাতে কম্বল তুলে দেন এছাড়া উপস্থিত ছিলেন সোসাইটির সদস্যরা।

Leave a Reply