শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:–পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।আজ রাইপুর ব্লকে ব্লক পর্যায়ের যুব সংসদ ,তাৎক্ষণিক বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল রাইপুর ব্লক কমিউনিটি হলে ।সকালে অনুষ্ঠানের সূচনা করেন জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল। রাইপুর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক মিত্র, রাইপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রসেনজিত মল্লিক,গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল প্রমূখ ।সারাদিন ধরে চলে যুব সংসদ ও অন্যান্য অনুষ্ঠান ।রাইপুর ব্লক এলাকার মোট সাতটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ।বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করে গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ব্লকে সেরা সেরা ।যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে গড় রাইপুর উচ্চ বিদ্যালয় ,দ্বিতীয় ঢেকো রজনীকান্ত উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে সাতপাট্টা দেমুস্না উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ।বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রঞ্জন সর্দার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ব্যাপারী, রাইপুর থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাজি। খাতড়া মহাকুমার সহকারী বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) অনিমেষ সৎপতি, বিচারক হিসাবে ছিলেন শালকু সরেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকপতিত পাবন নাগ, জামবনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল মল্লিক সহ বিশিষ্টজনেরা। সফল প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। ব্লক স্তরে যুব সংসদের সেরা রাইপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে ট্রফিতুলে দেন এআই অনিমেষ সৎপতি ও গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল ।সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন শিক্ষক অপূর্ব রবি মন্ডল। উল্লেখ্য আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

Leave a Reply